ঢাকাস্থ কিশোরগঞ্জবাসীদের সংগঠন একতা সমিতির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

১ ফেব্রুয়ারি বুধবার সমিতির সহকারী কোষাধ্যক্ষ আল-ইসলামের নাখালপাড়ার বাসায় ঢাকায় বসবাসরত কিশোরগঞ্জ জেলার অধিবাসীদের নিয়ে গঠিত একতা সমিতি’র (ঢাকাস্থ কিশোরগঞ্জবাসীদের সংগঠন) প্রতি মাসের মতো দ্বিতীয় মাসেও আলোচনা ও মতবিনিময় সভায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

dhakastho-kisho-samiti

সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ এম রুহুল কুদ্দুস ভূঞা (জনি)। এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস আলী রনি, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।

আলোচকবৃন্দ আলোচনায় নাখালপাড়া এলাকায় বসবাসরত কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ধরনের ব্যবসায়ী, শ্রমজীবি মানুষদের নিয়ে একতাবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের অন্যায়, অবিচারের প্রতিবাদ, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একত্রিত হয়ে লাভজনক কার্যক্রম পরিচালনা করা এবং প্রয়োজনে অসহায়, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

dhakastho-kisho-samiti2

উল্লেখ্য, এই সংগঠনটি ঢাকায় বসবাসরত সকল কিশোরগঞ্জবাসীর সম্পূর্ণ অরাজনৈতিক ও আঞ্চলিক সেবামূলক সমিতি হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

Similar Posts

error: Content is protected !!