বিশেষ প্রতিনিধি ।।
নিকলীতে ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিকলী জিসিপি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ও মোহরকোনা আশরাফিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ২টিতে মোট এক হাজার ৩শ ৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও ৩ ছাত্রী অনুপস্থিত ছিলো।
তারপরও সংখ্যার দিক থেকে ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থী ৩৮ সংখ্যা বেশি নিয়ে এগিয়ে।
কেন্দ্র সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় নিকলী জিসিপি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০টি বিদ্যালয়ের মোট ১হাজার ২শ ২৭ জন অংশগ্রহণ করে। এদের মধ্যে ৬শ ৮জন ছেলে ও ৬শ ১৯জন মেয়ে।
শারমিন আক্তার নামে নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী অনুপস্থিত। মোহরকোণা আশরাফিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৫টি প্রতিষ্ঠানের মোট ১শ ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭ জন ছেলে ও ৯৪ জন মেয়ে অংশগ্রহণ করে। বেয়াতির চর দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী রেখা আক্তার ও ডুবি শরীয়তুল্লাহ দাখিল মাদ্রাসার একজন করে ছাত্রী অনুপস্থিত রয়েছে।
প্রতিষ্ঠান প্রধানদের সাথে যোগাযোগ করা হলে ৩ পরীক্ষার্থীর পেছনে বাল্য বিয়েই পরীক্ষায় অংশ গ্রহণ না করার কারণ বলে জানান তারা।