আবদুল্লাহ আল মহসিন।।
কৃষি জমিতে সেচযন্ত্র ‘কুন’ হাওর থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। কুন দিয়ে খাল বিলের পানি উত্তোলন করে জমিতে সেচ দেয়া হয়। একজন কৃষক একাই জমিতে সেচ দিতে পারেন। এতে টাকা সাশ্রয় হয়। বর্তমানে হাওরে খাল-বিল ভরাট, ডিজেল, বিদ্যুতচালিত মেশিন চালু হওয়ায় কুন একেবারেই দেখা যায় না।
কৃষিবিদদের মতে, কুন একটি সনাতন পদ্ধতির সেচযন্ত্র। এটি দিয়ে কম টাকায় পানি সেচের ব্যবস্থা হয়।
হাওর থেকে কুন বিলুপ্তি হওয়ার কারণ সম্পর্কে হাওর গবেষক রুহুল আমিন মাহমুদ বলেন, হাওরে আগে অনেক গভীর খাল-বিল ছিল। এগুলো রক্ষণাবেক্ষণের অভাবে নাব্যতা হারিয়ে ভরাট হয়ে গেছে। খাল-বিলে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকায় সেখানে কুন দিয়ে পানি সেচ করা যায় না। যে কারণে সেলু মেশিন আর বিদ্যুত দিয়ে পানি সেচ করা হয়। আর এভাবে কালের বিবর্তনে হাওর থেকে ঐতিহ্যবাহী কৃষিযন্ত্র কুন হারিয়ে গেছে।