গ্রামীণফোন টাওয়ারে দুর্ধর্ষ চুরি, গ্রেপ্তার ৩

আজ (১৫ ডিসেম্বর) ভোর রাতে নিকলী উপজেলা পরিষদ সংলগ্ন গ্রামীণফোন টাওয়ারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরাই মালামাল নিয়ে যাবার সময় নোয়াখালী ড-১১-০১৭৫ নম্বরের একটি ট্রাকসহ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসূলপুর গ্রামের আ. ছামাদের ছেলে উজ্জল (২০), জয়দেবপুর জেলা সদরের গারিয়াপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে আলতাব হোসেন (২৭) ও দেবীরচর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে হাসান (২০)কে নিকলী থানা পুলিশ আটক করে।

পুলিশ ও গ্রামীণফোন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চোরের দল গেইটের তালা ভেঙ্গে নিকলী উপজেলা পরিষদ সংলগ্ন গ্রামীণফোন টাওয়ারে ঢুকে মালামাল চুরি করে। গ্রামীণফোনের সিকিউরিটি সেল-ঢাকা সিসি ক্যামেরার মাধ্যমে তা দেখতে পেয়ে নিকলী থানা পুলিশকে অবগত করে। খবর পেয়ে নিকলী থানা পুলিশ ৩৩টি ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় পরিবহনকারী ট্রাকসহ ৩ চোরকে আটক করে। এ ব্যাপারে গ্রামীণফোন, সিলেট আঞ্চলিক কর্মকর্তা তাপস সমাজপতি বাদী হয়ে নিকলী থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

 

বিশেষ সংবাদদাতা

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!