নিকলীতে ভ্যালেন্টাইন্স ডেতে ফুল দিতে গিয়ে প্রেমিক জেলে

বিশেষ প্রতিনিধি ।।

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এক স্কুলছাত্রীকে ফুল দিতে গিয়ে জেলেই ঠিকানা হলো এক প্রেমিকের। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ প্রেমিক মাহবুবকে (২৪) এমন সাজাই দিয়েছেন।

মাহবুব উপজেলা সদরের লাউয়ারহাটি গ্রামের মৃত আছমত আলীর ছেলে। পেশায় ভাড়ায়চালিত মোটর সাইকেল চালক। একই দিন সন্ধ্যায় তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠিয়েছে নিকলী থানা পুলিশ।

valentines-day-nikli

জানা যায়, মঙ্গলবার সকালে নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিপড়ুয়া এক ছাত্রী প্রাইভেট শেষে বাড়ি ফিরছিলো। সে নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে পৌঁছলে পথরোধ করে মাহবুব। ফুল দিয়ে প্রেম নিবেদন করলে মাহবুবের ফুল নিতে অস্বীকার করে ওই ছাত্রী। ক্ষুব্ধ হয়ে মাহবুব ওই ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি করে।

বাড়ি গিয়ে ছাত্রীটি তার অভিভাবকদের বিষয়টি জানালে ওইদিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীটি। নিকলী থানা পুলিশ মঙ্গলবার দুপুরেই মাহবুবকে গ্রেফতার করে। বিকাল ৩টায় ভ্রাম্যমান আদালতে হাজির করলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন মাহমুদ তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রেমিক মাহবুবকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন।

Similar Posts

error: Content is protected !!