দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে এমপি আফজাল হোসেন

নিজস্ব প্রতিবেদক ।।

১২ ফেব্রুয়ারি সোমবার মাইক্রো-বাস মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হন। এবং আহত হন অনেকেই। ওই দুর্ঘটনা মারাত্মক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাতিরচর গ্রামের বাসিন্দা ফিরোজা বেগম ও তার ছেলে মারুফকে দেখতে যান নিকলী-বাজিতপুরের সংসদ সদস্য আলহাজ মোঃ আফজাল হোসেন।

MP-afzal-dmch2

সংসদ সদস্য সেখানে রোগীদের পাশে কিছু সময় কাটান ও চিকিৎসার খোঁজখবর নেন। পরবর্তীতে তাদের চিকিৎসার্থে নিজ তহবিল থেকে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন। এ সময় অতিরিক্ত আরো ২০ হাজার টাকা ছাড়াও জরুরি চিকিৎসার প্রয়োজনে তিনি ব্যক্তিগতভাবে পরবর্তীতে আর্থিক সহায়তা প্রদান করবেন বলে রোগীদের পরিবারকে আশ্বস্ত করেন।

MP-afzal-dmch3

এছাড়াও সংসদ সদস্যের সহায়তায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকেও রোগীদের চিকিৎসার্থে প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।

মৃত ব্যক্তিদের লাশ দাফন বাবদ প্রত্যেকের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার, সংসদ সদস্যের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেয়া হয়। এছাড়াও স্থানীয় সংসদ সদস্যের বিশেষ সহায়তায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়।

MP-afzal-dmch

এ সময় সংসদ সদস্য আফজাল হোসেনের সাথে আরো ছিলেন সাবেক ছাত্রনেতা রুবেল আহমেদ, ঢাকা মহানগর (উত্তর) আওয়ামীলীগের সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা এবং নিকলী উপজেলা ছাত্রলীগ সভাপতি কারার শাহরিয়ার তুলিপ।

Similar Posts

error: Content is protected !!