খালিয়াজুরী থেকে দিলীপ চন্দ্র বর্মন ।।
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় গাঁজাসহ দুইজনকে আটক করেছে খালিয়াজুরী থানা পুলিশ। বুধবার ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে খালিয়াজুরী সদরের কৃষ্টপুর ফেরীঘাট থেকে ৩নং খালিয়াজুরী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রঞ্জিত বিশ্বাস (৪৫) ও আদাউড়া হাওড় থেকে মোঃ দুলাল মিয়া (৫২)কে আটক করে খালিয়াজুরী থানার এসআই মোঃ সাদরুল হাসান খান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্টপুর ফেরীঘাটে অভিযান চালিয়ে রঞ্জিত বিশ্বাসকে আটক করি। তার স্বীকারোক্তি অনুযায়ী আদাউড়া হাওর থেকে মোঃ দুলাল মিয়া (৫২)সহ বস্তাবন্দি অবস্থায় নীল পলিথিনে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন ৫০০ গ্রাম বলে জানান।
খালিয়াজুরী থানার ওসি মোঃ শওকত আলী জানান, এটা মাদকবিরোধী অভিযানের অংশ। খালিয়াজুরীকে মাদকমুক্ত করার জন্য প্রয়োজনে অভিযান আরো জোরালো করা হবে।