দিলীপ চন্দ্র বর্মন (খালিয়াজুরী) ।।
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার রোয়াইল গ্রামের মনোরঞ্জনের মেয়ে কৃষ্ণপুর হাজী আলী আকবর ডিগ্রী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী আখি সরকার (২২)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে কৃষ্ণপুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কৃষ্ণপুর গ্রামের মহিউদ্দিন মুন্সীর বাড়ির সামনে রেইনট্রি গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ও কানে ওড়না দিয়ে মোবাইল বাঁধা যুবতীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে সকাল ১১টার দিকে খালিয়াজুরী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
থানার ওসি মোঃ শওকত আলী এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।