আজ নিকলীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই

বিশেষ প্রতিনিধি ।।

আজ ১৮ ফেব্রুয়ারি শনিবার। কিশোরগঞ্জের নিকলী উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই। বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে সকাল ৯টা থেকে সারাদিনব্যাপী এই যাচাই বাছাই চলবে।

জানা যায়, নিকলী উপজেলায় শহীদ ১৩ জনসহ গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা মোট ৩৪৮। এদের মধ্যে ৬৫ জন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত। মুক্তিবার্তায় নাম রয়েছে ২৭০ জনের। শুধু গেজেটভুক্তের সংখ্যা ৩১। সম্মানী ভাতা পাচ্ছেন ২৩৬ জন। ২৬ জনের ভাতা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

নতুন আবেদনের সংখ্যা অনলাইনে ৯৮টি এবং সরাসরি ৩৯টি। এঁদের মধ্যে সরাসরি, অনলাইনে আবেদনকৃত, শুধু এক ফর্দে নামভুক্তসহ মুক্তিবার্তায় নাম আছে এমন ৪৮ এবং যুদ্ধাহত ৫জন নিয়ে মোট ২২১ ব্যক্তির “মুক্তিযোদ্ধা” উপাধির যাচাই-বাছাই চলবে।

Similar Posts

error: Content is protected !!