বিশেষ প্রতিনিধি ।।
সদ্য প্রয়াত কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ফ্রেন্ডস ফোরাম, নিকলীর প্রতিষ্ঠাতা সংগঠক আবদুস সাত্তারের (৪৯) রুহের মাগফেরাত কামনায় রোববার ১৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টায় সংগঠনটির বানিয়াহাটিস্থ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ও এনআরবিসি ব্যাংকের ডাইরেক্টর মামুন চেীধুরী, নিকলী যুবদল সভাপতি আতিকুল ইসলাম তালুকদার হেলিম, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি রিয়াজুল হক আয়াজ, মিঠামইন প্রশাসনের সিএ,ইউডিএ কলিম উদ্দিন, নিকলী উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান সিরাজ, অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ, আতিকুল ইসলাম ভূইয়া, নিকলী উপজেলা প্রশাসনের মিয়া হোসেন, প্রাথমিক শিক্ষক নবী হোসেন, সমাজসেবক আছমত আলী, সংগঠক জাহিদুল ইসলাম বাদল, শিক্ষক খাইরুল ইসলাম কাজল, ব্যবসায়ী আবু তাহের, রমজান আলী, কামালপুর গণ-পাঠাগার সভাপতি আ. জব্বার, নিকলী উপজেলা নির্বাচন অফিসের জহরলাল সূত্রধরসহ মরহুমের পরিবারের সদস্য ও শতাধিক মান্যগণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এছাড়াও সংগঠনটির অন্যতম সদস্য সুইজারল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কারার কাউসার, ময়মনসিংহের ডিডি-এলজিইডি ও বিশিষ্ট কবি মো. হাসানাত লোকমান, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী তপন সাহা শোকবার্তা পাঠিয়েছেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মো. আবদুস সাত্তার রাত সাড়ে ৯টায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। পরদিন ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় ষাইটধার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠান শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মো. আবদুস সাত্তার নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ধারীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি মৃদুলাপী, সহযোগি ও বন্ধুবৎসল মনের একজন সাদা মানুষ ছিলেন বলে সহকর্মী, তার উর্ধ্বতন প্রশাসন, বন্ধুবান্ধব ও পরিচিত পরিজনরা জানান।