মো. আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।
কিশোরগঞ্জের বাজিতপুরে ভাটি এলাকায় উচ্চশিক্ষা বিস্তারের সিংহদ্বার বলে খ্যাত উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বাজিতপুর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি সোমবার কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আফজাল হোসেন।
বাজিতপুর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি ও পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও বাজিতপুর কলেজের বাংলা বিভাগের প্রভাষক আঞ্জুমান আরা ইসলাম ক্যামি ও প্রভাষক মাহমুদুল হাসানের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মাস্টার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, এডভোকেট গাজী এনায়েতুর রহমান প্রমুখ এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথি কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, সভাপতি কর্তৃক কলেজ পতাকা ও অধ্যক্ষ কর্তৃক ক্রীড়া পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে বাজিতপুর কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ এর উদ্বোধন করা হয়। ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনের পর শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া অনুষ্ঠিত হয় এবং পরে একে একে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
এসময় উপজেলা আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকমণ্ডলী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।