বাজিতপুরে ভুয়া ম্যাজিস্ট্রেটসহ সাংবাদিক টিম আটক

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।

কিশোরগঞ্জের বাজিতপুরে একজন ভুয়া ম্যাজিস্ট্রেটসহ সাত সদস্যের এক সাংবাদিক টিমকে আটক করেছে পুলিশ। ২০ ফেব্রুয়ারি সোমবার রাতে উপজেলার হিলচিয়া বাজারে তাদের ধরে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মাইক্রোবাসে করে ৭জন লোক হিলচিয়া বাজারে আসে। তারা বাজারে এসে নিজেদের ক্রাইম রির্পোট২৪.কমের তদন্তকারী টিম ও তাদের সাথে একজন মহিলা ম্যাজিস্ট্রেট আছে বলে পরিচয় দেয়। এবং তারা বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। এতে করে বাজারের অন্য দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে অনেকেই দোকান বন্ধ করে এবং কেউ কেউ দোকান বন্ধ না করে চলে যায়।

তাদের পরিচয় জানতে চাইলে নিজেদের ঢাকা থেকে আগত একটি নিউজ পোর্টালের তদন্তকারী টিম বলে তারা দাবি করে। তাদের আইডি কার্ডে পাওয়া নিউজ পোর্টালের এড্রেসে ভিজিট করা হলে ওই ঠিকানায় কোন ওয়েব সাইট অনলাইনে নেই বলে দেখা যায়। এছাড়াও রাতের বেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান! সবকিছু মিলিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে হিলচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম কয়েকজনকে নিয়ে বাজিতপুর থানায় বা ইউএনওকে এ বিষয়ে জানিয়ে অভিযানে এসেছেন কিনা জানতে চাইলে তারা ওসির অনুমতি নিয়ে এসেছেন বলে উল্লেখ করেন। পরে বাজিতপুর থানার ওসিকে ফোন করে সব জানানো হলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে উল্লেখ করেন। এবং ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক টিমকে আটক রাখতে বলেন।

পরে থানা থেকে পুলিশ আসলে তাদের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নাহিদুল ইসলামসহ এলাকাবাসী রাত সাড়ে নয়টার দিকে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে ঘটনার তদন্তকারী পুলিশ কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ভুয়া সাংবাদিক ও প্রতারণার অভিযোগে তাদের সবার নামে ভিন্ন দুইটি মামলা রুজু হয়েছে।

Similar Posts

error: Content is protected !!