বাজিতপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।

সারাদেশের মতো কিশোরগঞ্জের বাজিতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ পালিত হয়েছে। প্রতিবারের মতো এবারও উপজেলা প্রশাসন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটিকে ঘিরে ব্যাপক কর্মসূচী গ্রহণ করে।

21-bajitpur

এবছর উপজেলা প্রশাসন পৌরশহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করে ৬ কিলোমিটার দৈর্ঘ্যের প্রভাতফেরির। উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তের আলহাজ্ব জহুরুল ইসলাম সড়কে আয়োজিত প্রভাতফেরিতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আফজাল হোসেন।

21-bajitpur3

এর আগে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদদের স্মরণে উপজেলা পরিষদস্থ শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে ভোরে শহীদ মিনারে খালি পায়ে প্রভাতফেরির মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ নানান শ্রেণি পেশার মানুষ ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিকালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আফজাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম, পৌরমেয়র আনোয়ার হোসেন আশরাফ বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

21-bajitpur2

Similar Posts

error: Content is protected !!