নিজস্ব প্রতিবেদক ।।
প্রাথমিক শিক্ষা সনদ পরীক্ষায় মীর জামিউস সানি (আরিয়ান) পাড়দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ+ পেয়েছে।
পাড়দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর কবির উদ্দিন ও মা ফাহমিদা আক্তারের (গৃহিণী) প্রথম সন্তান আরিয়ান।
তার প্রিয় শখগুলো হচ্ছে- ফুটবল খেলা, গ্রামের মুক্ত বাতাসে ঘুরে বেড়ানো, অবসরে টিভি দেখা। আরিয়ান তার কৃতিত্বের জন্য তার বাবা-মা দু’জনকেই সমানভাবে অংশীদার করেন। আরিয়ান ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা পোষণ করে এবং গ্রামের অসহায় দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা দিয়ে সকলের মুখ উজ্জ্বল করতে চায়।