সংবাদদাতা ।।
মঙ্গলবার নিকলী উপজেলা প্রশাসন আয়োজিত উৎসব আর আনন্দে দিনব্যাপী বিজয় দিবস ২০১৪ উদযাপন করা হয়। দিবসটি উদযাপনে বিজয়ের উল্লাস ও আনন্দ প্রকাশে রাত বারটার পরে নিকলী থানা প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনি করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে নিকলী উপজেলার সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল থেকে শহীদ মিনারে শুরু হয় পুষ্পমাল্য অর্পণ। নিকলী উপজেলা প্রশাসন, আওয়ামিলীগ, বিএনপি, জাতীয় পার্টি, প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মূল অনুষ্ঠান নিকলী খেলার মাঠে উপজেলা কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। উড়ানো হয় শান্তির প্রতীক পায়রা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদান করেন।
মুক্তিযোদ্ধা কলেজ মাঠে আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা। বাদ জোহর শুরু হয় মসজিদে বিশেষ প্রার্থনা। হাসপাতালে পরিবেশন করা হয় উন্নত খাবার। নিকলী জিসি পাইলট স্কুল হলরুমে চলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। বিকালে নিকলী খেলার মাঠে ঐতিহ্যবাহী হা-ডু-ডু ও প্রীতি ম্যাচের আয়োজন।
সবশেষে রাতে মুক্তিযোদ্ধা আদর্শ কলেজে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত সাড়ে নয়টা পর্যন্ত শিল্পকলা একাডেমীর শিল্পী ও নিকলী গণসাংস্কৃতিক দল গান, কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে শেষ করেন বিজয় উৎসবের অনুষ্ঠান।