নিজস্ব প্রতিবেদক ।।
নিকলীতে শনিবার ২৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায় দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে। হাজী মিয়াচাঁন্দ কারার-মীর হোসেন কারার-আছির উদ্দিন কারার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে নিকলীস্থ জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়।
এতে উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা ও ১টি কলেজসহ ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০জন শিক্ষার্থীর মাঝে নগদ মোট ১ লাখ ৮৫ হাজার ৪শ’ টাকা বৃত্তি দেয়া হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা বাংলাদেশ সরকারের সাবেক সচিব কারার মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও মাশুকুর রহমান ঝুটনের সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নিকলী জিসিপি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, বিশেষ অতিথি নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।
তৃতীয়বারের মতো আয়োজিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নিকলী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ আল মহসিন।