নিজস্ব প্রতিবেদক ।।
কটিয়াদী উপজেলার পাড়দিয়াকুল গ্রামের মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন (মেনু মিয়া) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ২৩ ফেব্রুয়ারি বেলা ১টায় মেনু মিয়া মারা যান। তিনি ৫ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি মেজর মোতালিবের অধীনে সন্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। এ সময় তিনি সুনামগঞ্জ জেলায় পাকবাহিনী, রাজাকারদের আতঙ্ক ছিলেন। পরদিন ২৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় জাতির শ্রেষ্ঠ সন্তান জালাল উদ্দিনের জানাজা শেষে দাফন করা হয়।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান জামান, উপজেলা ভূমি অপিসার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মতিউর রহমান, ধুলদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আসাদ মিয়া, চান্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন প্রমুখ।