বিয়ে নিবন্ধনে এনআইডি অথবা জন্ম সনদ ব্যবহার করার সিদ্ধান্ত

আমাদের নিকলী ডেস্ক।।

বিবাহ নিবন্ধনের সময় প্রমাণের লক্ষ্যে বিদ্যমান রেজিস্ট্রেশন ফরমে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের আইডি ব্যবহারের জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। বাসস

২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের মহিলা ও শিশু বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৯তম বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির সভাপতি বেগম রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি, মনোয়ারা বেগম ও রিফাত আমিন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে মন্ত্রণালয় ও অধিদপ্তর/ সংস্থার/ একাডেমির বিভিন্ন প্রকল্পের সার্বিক অগ্রগতি সর্ম্পকে আলোচনা হয়।

কমিটি প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যপুস্তকে শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষার বিষয়ে গুরুত্বারোপের সুপারিশ করে।

বৈঠকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা পরিচালক সাহিন আহমেদ চৌধুরী, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!