মো. আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।
কিশোরগঞ্জের বাজিতপুরে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন জোরদারকরণের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মসূচিতে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রহমান প্রধান অতিথি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।
এছাড়াও তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষণার্থীসহ উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।