নিজস্ব সংবাদদাতা ।।
ডুবি শরিয়ত উল্লাহ দাখিল মাদরাসা ও নূরানী হিফজুল কোরআন কমপ্লেক্স-এর উদ্যোগে বৃহস্পতিবার (২ মার্চ) থেকে নিকলীর ডুবিতে দুই দিনব্যাপী তাফসিরুল কুরআন সম্মেলন অনুষ্ঠিত হবে।
সকাল ১১টা থেকে মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠেয় এ সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথি থাকবেন শোলাকিয়া ইদগাহের সাবেক ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহ। প্রধান আলোচক থাকবেন মাদরাসাতুল হুদা বাসাবো ঢাকার আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র প্রভাষক হাফেজ মুফতি ফয়সাল আহমাদ যাকারিয়া।
দ্বিতীয় দিন প্রধান অতিথি থাকবেন আল মাদরাসাতুল মাদানিয়্যাহ ঢাকার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা দেলাওয়ার হোসাইন কাসেমী। প্রধান আলোচক থাকবেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক উবায়দুর রহমান খান নদভী। সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জেলা ও জেলার বাইরের অন্তত ১০ জন আলেম ওলামা। দুই দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডুবি মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো: শামছ উদ্দিন।