নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী সদর ইউনিয়নের কারার বাড়ির সমাজসেবক, নিকলী নতুন বাজারের প্রথম নির্বাচিত সভাপতি আলহাজ কারার আমানুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি কারার সুনামউদ্দিন আমে পরিচিত ছিলেন।
কারার সুনাম উদ্দিন নিকলী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতিও ছিলেন। তার তৃতীয় ছেলে কারার মিজানুর রহমান এক সময়কার বাংলাদেশের শ্রেষ্ঠ সাঁতারু হিসেবে অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্ব দেন।
জানা যায়, কারার সুনাম উদ্দিন ২৩ ফেব্রুয়ারি স্ট্রোকে আক্রান্ত হয়ে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসারত অবস্থায় আজ (শুক্রবার ৩ মার্চ) তিনি সিএমএইচ-এর আইসিইউতে মারা যান।
তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ আসরের নামাজের পর তাঁর নামাজে জানাজা নিকলী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। নিকলী নতুন বাজারের ব্যবসায়ীগণ তাঁর মৃত্যুতে কালো পতাকা উত্তোলন করেন।
তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ঢাকাস্থ নিকলী সমিতি, নিকলী নতুন বাজার বণিক সমিতি ও আমাদের নিকলী ডটকম পরিবার।