অবসরপ্রাপ্ত সার্জেন্ট শামছুল হক রতনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলী সদর ইউনিয়নের নগর গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট শামছুল হক রতন শুক্রবার ৩ মার্চ ভোর ৪টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।তার বয়স হয়েছিল ৫২ বছর।

জানা যায়, তিনি ঘুমের ভেতরে স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। শামছুল হক রতন বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর নিকলী নতুন বাজারে মেশিনারিজ পার্টসের ব্যবসা করতেন। তিনি দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, এক মেয়ে, ভাই-বোন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, আজ শুক্রবার বাদ জুমা তার নামাজে জানাজা শেষে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে।

তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ঢাকাস্থ নিকলী সমিতি, নিকলী অবসরপ্রাপ্ত সৈনিক ক্লাব, নিকলী নতুন বাজার বণিক সমিতি ও আমাদের নিকলী ডটকম পরিবার।

Similar Posts

error: Content is protected !!