নিজস্ব প্রতিবেদক ।।
ঢাকাস্থ নিকলী সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ৩ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তোপখানা রোডের হোটেল বৈশাখীতে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত বিশেষ দ্বিবার্ষিক সাধারণ সভায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।
সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এ এম শওকাতুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুশতাক আহম্মদ লিটন।
সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন নিকলী উপজেলাধীন প্রতিটি ইউনিয়ন থেকে আগত সদস্যবৃন্দ। আলোচকবৃন্দ তাদের নিজ নিজ বক্তৃতায় ঢাকাস্থ নিকলী সমিতিকে আরো বেগবান করার লক্ষ্যে নতুন কমিটি গঠন ও সকল সদস্যের স্বতস্ফূর্ত অংশগ্রহণের কথা উল্লেখ করেন। কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে নিজস্ব তহবিল গঠনের বিষয়েও জোরালো দাবি জানানো হয়।
অনুষ্ঠানের সভাপতি এডভোকেট এ এম শওকাতুল হক তার স্বাগত বক্তব্যে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের বিশদ ইতিহাস তুলে ধরেন। তিনি নতুন কমিটি গঠনের গুরুত্ব বিবেচনায় সবার পরামর্শ আহ্বান করেন। সভায় বিস্তারিত আলোচনা ও পরামর্শক্রমে সুনীল সাহাকে সভাপতি ও মুশতাক আহম্মদ লিটনের নাম সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করেন। উপস্থিত ঢাকাস্থ নিকলী সমিতির সদস্যবৃন্দ করতালিতে আগামী দুই বছরের জন্য প্রস্তাবিত দু’জনকে সংগঠনের নেতৃত্বে বরণ করে নেন। এরপর সর্বসম্মতিক্রমে গঠিত সমিতির পূর্ণাঙ্গ কমিটির অন্য সদস্যদের নাম ও পদবি একে একে ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি সুনীল সাহা তার শুভেচ্ছা বক্তব্যে ঢাকাস্থ নিকলী সমিতির সকল সদস্যকে অভিনন্দন জানান। সেই সাথে সিনিয়র ও জুনিয়র সদস্যদের নিয়ে গঠিত নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সকল সদস্যকে ঢাকাস্থ নিকলী সমিতির কল্যাণমূলক কাজে স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
আলোচনায় আরো অংশ নেন কারার মোশারফ হোসেন, আজমল আহসান, তৌহিদা আক্তার নাজনীন, রেহান মুস্তফা, এ এম জামিউল হক ফয়সাল, মেহেদী হাসান হিমেল, অনুপম মাহমুদ, মাজহারুল ইসলাম উজ্জ্বল, নিয়াদ হাসান রকি, আশরাফুল আলম, বেনজীর আহমেদ, আখতারুল ইসলাম, শামিম মিয়া, ডা. আতিকুর রহমান প্রমুখ।
ঢাকাস্থ নিকলী সমিতির অস্থায়ী কার্যালয় হিসেবে ৩ নং শান্তিবাগ (৩য় তলা), মালিবাগ মোড়, ঢাকা-কে ঘোষণা করা হলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
৩ মার্চ শুক্রবার নিকলীর কারার সুনাম উদ্দিন ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শামছুল হক রতনের মৃত্যুতে ঢাকাস্থ নিকলী সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শোক জানানো হয়।
আগামী দুই বছরের জন্য গঠিত ঢাকাস্থ নিকলী সমিতির পূর্ণাঙ্গ কমিটি
সভাপতি : সুনীল সাহা
সহ-সভাপতি : কারার মাহমুদুল হোসেন, আবদুস ছাত্তার, শফিকুল ইসলাম সাগর, এ এম শওকাতুল হক
সাধারণ সম্পাদক : মুশতাক আহম্মদ লিটন
যুগ্ম-সাধারণ সম্পাদক : আবুল হাসনাত মেনন, এ এম জামিউল হক ফয়সাল, রুহুল কুদ্দুস ভূঞা জনি, আশরাফুল আলম, আখতারুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক : কারার মোশাররফ হোসেন
সহ-সাংগঠনিক সম্পাদক : ফেরদৌস আলী রনি
অর্থ সম্পাদক : আজমল আহসান
সহ-অর্থ সম্পাদক : রাকিব মিয়া
প্রচার ও প্রকাশনা সম্পাদক : মেহেদী হাসান হিমেল
সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক : হাসানুজ্জামান পুটন
দপ্তর সম্পাদক : তোফায়েল আহছান
শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক : তৌহিদা আক্তার নাজনীন
আইন বিষয়ক সম্পাদক : রেহানে মুস্তফা (রায়হান)
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : ডা. ত্রিদ্বিব কান্তি বর্মন
সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : ডা. আতিকুর রহমান
শ্রম ও কর্মসংস্থান সম্পাদক : আতাউর রহমান চৌধুরী
আপ্যায়ন সম্পাদক : কারার মাসুদ পারভেজ
ক্রীড়া সম্পাদক : মোজাম্মেল হক শ্যামল
সহ-ক্রীড়া সম্পাদক : তসলীমুল হক
সাংস্কৃতিক সম্পাদক : নিয়াদ হাসান রকি
সাহিত্য সম্পাদক : এম এ শামীম
সমাজকল্যাণ সম্পাদক : মোয়াজ্জেম হোসেন লিটন
ছাত্র বিষয়ক সম্পাদক : মাজহারুল ইসলাম উজ্জল
সহ-ছাত্র বিষয়ক সম্পাদক : মুশফিকুর রহমান তুষার
নির্বাহী সদস্য : আজিজুল হক রানা, আবদুল হালিম, মো. রফিক, সাজ্জাদ শুভ, সোহেল রানা, অনুপম মাহমুদ, শামীম মিয়া।