ভেঙ্গে গেছে মোহরকোনা-কামালপুর সংযোগ ব্রিজ

নিজস্ব প্রতিবেদক ।।

ট্রলির ধাক্কায় মোহরকোনা ব্রিজের রেলিং ভেঙ্গে গেছে। শুক্রবার ৩ মার্চ বিকাল সোয়া পাঁচটার সময় এ দুর্ঘটনা ঘটে।

kamalpur-moharkona-bridge

এলাকাবাসী ও চালক শরিফুল জানান, পল্লী বিদ্যুতের মালবাহী ট্রলিটি দিয়ে কামালপুরে এসে ব্রিজে ওঠার সাথে সাথেই ট্রলিটি একটু পশ্চিমে হেলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ধাক্কা লাগলে রেলিংটি ভেঙ্গে নদীতে পড়ে যায়। এ সময় ট্রলিটির একাংশ ঝুলে থাকে।

kamalpur-moharkona-bridge2

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আশপাশের মানুষ ভীড় জমায়। এসময় ব্রিজের উপর দিয়ে নিকলী দামপাড়া সিংপুরে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে থাকে। এলাকাবাসীর সহায়তায় ঝুলে থাকা ট্রলিটি উদ্ধার করা হয়।

ছবি সংগ্রহ : শাহিন আলম

kamalpur-moharkona-bridge3

Similar Posts

error: Content is protected !!