মো. আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার তিনটি রেলওয়ে স্টেশনের মধ্যে সরারচর ও বাজিতপুর স্টেশন দুইটি অন্যতম। প্রতিদিন এ দুইটি স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনগুলোতে করে কয়েকশ’ যাত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ট্রেন ভ্রমণ করে থাকেন। ট্রেন ভ্রমণ করলেও কাউন্টার থেকে টিকেট না পেয়ে তারা ব্লেকারদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে টিকেট ক্রয় করতে বাধ্য হন। অনেক সময় ভাগ্যে টিকেট না মেলায় চরম ভোগান্তির মধ্যেই এসব ট্রেন ভ্রমণপিয়াসী সাধারণ যাত্রী বিনা টিকেটেই ট্রেন ভ্রমণ করে থাকেন। এতে করে উপজেলার দুইটি স্টেশনেই টিকেট নিয়ে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
২ ও ৪ মার্চ সরেজমিনে স্টেশনগুলো পরিদর্শনকালে চোখে পড়ে টিকেট নিয়ে সাধারণ যাত্রীদের আহাজারীর চিত্র। এ সময় কয়েকজন সাধারণ যাত্রীর সাথে কথা হলে তারা অভিযোগ করে বলেন, এগারসিন্দুরসহ আন্তঃনগর অন্যান্য ট্রেনের টিকেট কাউন্টারে পাওয়া যাচ্ছে না। ট্রেন আসার আগে কাউন্টারে গেলে কাউন্টার থেকে বলা হয় একটু পরে কাউন্টার খোলা হবে। আর কাউন্টার খুললে ভিড়ের মধ্যে মুখ দেখে দেখে কয়েকটি টিকেট দেয়ার পর বলা হয় টিকেট শেষ। পরে বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়ে ব্লেকারদের কাছ থেকে টিকেট কিনতে হয়।
এ সময় আব্দুল হাকিম নামের একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আরো জানান, আমি সপ্তাহের মধ্যে কয়েকবারই বাজিতপুর স্টেশন থেকে যাতায়াত করি। প্রায়ই কাউন্টারে টিকেট পাই না। আর এতে বাধ্য হয়ে স্থানীয় ব্লেকারদের কাছ থেকে দ্বিগুন মূল্যে টিকেট কিনতে হয়।
এর আগেও স্থানীয় এবং জাতীয় পর্যায়ের সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ করতে দেখা গেছে। তাৎক্ষণিক কিছু প্রশাসনিক তদারকি দেখা গেলেও ধীরে ধীরে তা আবার বন্ধ হয়ে যায়। বাজিতপুরের এ স্টেশন দুইটিতে এরকম টিকেট বাণিজ্য বন্ধের জোর দাবি জানান সাধারণ যাত্রীরা। আর এতে তারা সরকার ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।