মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বুধবার ৮ মার্চ বগুড়া সদরের গোকুল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা নাজনীন-এর বিদায়ী সংবর্ধনা স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়।
অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আলহাজ্ব আব্দুর রউফ-এর সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্যেশে বক্তব্য রাখেন গোকুল বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বগুড়া সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এবিএমএস মিলন, ইউপি সদস্য এমদাদুল হক দুলাল, সাজেদুল ইসলাম সুজন, হাজেরা বেগম, রুমি বেগম, ইঞ্জিনিয়ার আহম্মেদ সোহেল।
এছাড়াও অত্র স্কুলের সকল শিক্ষক/শিক্ষিকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবাগত প্রধান শিক্ষক রেহেনা ইয়াছমিনকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।