নিকলীতে পপি রিকল-এর আন্তর্জাতিক নারী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলীতে পপি-রিকল প্রকল্প (এলএইচডিপি), পপি-সৌহার্দ্য-৩ এবং উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নারীদের উৎপাদিত পণ্য নিয়ে মেলার আয়োজন করা হয়। ৮ মার্চ বুধবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসিরউদ্দিন মাহামুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সামসুন নাহার তাসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

popi-nari-dibas2

শুরুতেই নিকলী জি সি পাইলট স্কুলের প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে উপজেলা হলরুম প্রাঙ্গনে এসে শেষ হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব-কর্মে নতুন মাত্রা’’। র‌্যালী শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নারী উন্নয়নে এক সাথে কাজ করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আহবান জানান। এরপর পপি-রিকলের উদ্যোগে সারাদিনব্যাপী সিবিও-র নারী সদস্যদের উৎপাদিত পণ্য নিয়ে আয়োজিত মেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন মাহামুদ।

popi-nari-dibas

পপি-রিকল প্রকল্প সমন্বয়কারী মোশারফ হোসেন খাঁন জানান, ২০১৩ সাল থেকে প্রতিবছরই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দিনব্যাপি এই মেলার আয়োজন করা হয়। এবারের মেলায় ১২টি স্টল দেয়া হয়। ছাতিরচর ইউনিয়ন থেকে সিবিও পর্যায়ের সদস্যরা ৫টি স্টল ও গুরুই ইউনিয়ন থেকে ৪টি স্টল, মহিলা সমিতি থেকে ১টি স্টল, স্বনির্ভর বাংলাদেশ থেকে ১টি ও পপি-এলএইচডিপি থেকে ১টি স্টল দেয়া হয়।

এরপর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সদস্যবৃন্দ মেলার স্টল ঘুরে দেখেন এবং প্রতিবছর যেন এরকম উদ্ভাবনীমূলক মেলার আয়োজন হয় তার জন্য নারীদের উৎসাহিত করেন। মেলা শেষে স্টলের নানাবিধ কার্যক্রম অনুযায়ী পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সামসুন নাহার তাসমিন। প্রথম পুরস্কার অর্জন করেন আশার আলো উন্নয়ন সমিতি-ছাতিরচর, দ্বিতীয় পুরস্কার অর্জন করেন শতদল বহুমুখী উন্নয়ন সংগঠন-গুরই ও তৃতীয় পুরস্কার অর্জন করেন মায়ের দোয়া সমিতি-মহিলা বিষয়ক অফিস। সকল অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন রেশমা পারভীন (টেকনিক্যাল অফিসার, পপি-এলএইচডিপি)।

Similar Posts

error: Content is protected !!