মো. আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে ফিরে।।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১ম কর্মী সমাবেশ ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফের সভাপতিত্বে বিশাল এ কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বেপারী, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ.কে.এম আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিস, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বদিউজ্জামান কাঞ্চন, পাঠাগার বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল এম.এ হান্নান প্রমুখ। এসময় জেলা ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা সদরের বিন্নাটি বাজারে ফুলের তোড়া দিয়ে অতিথিদের কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বরণ করে নেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ ও সাধারণ সম্পাদক শামীম আহম্মদ। পরে জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের অংশগ্রহণে মটর শোভাযাত্রা সহকারে অতিথিদের জেলা সার্কিট হাউজে নিয়ে যাওয়া হয়। সার্কিট হাউজে অবস্থান শেষে অতিথিরা জেলা শিল্পকলা একাডেমীতে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে যোগ দেন।