নিকলীতে ভ্রাম্যমান বইমেলা

নিজস্ব প্রতিবেদক ।।

বৃহস্পতিবার ৯ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কিশোরগঞ্জের নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে একদিনের ভ্রাম্যমান বইমেলা অনুষ্ঠিত হয়েছে।

জেলার কটিয়াদী উপজেলার মানিকখালি চান্দপুরের জান্নাত বুক ডিপো নামে একটি প্রতিষ্ঠান এ মেলার আয়োজন করে। খ্যাতনামা লেখকদের শিশুতোষ ছড়া, গল্প, উপন্যাসসহ প্রায় সাড়ে ৫ সহস্রাধিক বই নিয়ে ৭টি স্টলে বিভক্ত করে মেলাটি সাজানো হয়।

boimela-nikli

জান্নাত বুক ডিপোর সত্বাধিকারী মিজানুর রহমান খান জানান, ২০১১ সাল থেকে তার প্রতিষ্ঠান জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়, কলেজে ভ্রাম্যমান বইমেলার আয়োজন করে আসছে। বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টির পাশাপাশি নিজের আয়ের একটি উৎস্য হিসাবেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. সাফি উদ্দিন বলেন, জান্নাত বুক ডিপোর উদ্যোগটি খুবই প্রশংসনীয়। এমন উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের জানার পরিধি বৃদ্ধি করে। তবে প্রস্তুতি নিয়ে মেলাটির আয়োজন হলে বেশী বই বিক্রি হতো।

Similar Posts

error: Content is protected !!