নিজস্ব প্রতিনিধি ।।
নিকলীতে গরুর শিংয়ের গুতোয় পূষণ বণিক (৭) নামে কিন্ডারগার্টেনে পড়ুয়া এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ১১ মার্চ সকালে উপজেলা সদরের ধূপাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিকলী উপজেলা সদরের ধূপাহাটি গ্রামের কাজল বণিকের ছেলে ও স্থানীয় ব্লুবার্ড কিন্ডার গার্টেনের শিশু শ্রেণির ছাত্র পূষণ বণিক শুক্রবার বিকালে প্রতিবেশী জহির উদ্দিনের গোয়াল ঘরে খেলছিলো। গোয়াল ঘরের একটি গাই গরু শোয়া থেকে দাড়াবার মুহূর্তে পূষণের মাথায় শিংয়ের আঘাত লাগে।
কোন প্রকার রক্তপাত না হওয়ায় এবং তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না থাকায় পরিবারের লোকজন বিষয়টিকে গুরুত্ব দেয়নি। ভোর রাতে পূষণের অবস্থা খারাপ হলে তাকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পূষণকে দ্রুত সিটিস্ক্যান করাতে তার অভিভাবকদের পরামর্শ দেন।
ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে পূষণের মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।