কিশোরগঞ্জে শিবিরের তিন নেতাকর্মী আটক

কিশোরগঞ্জ সংবাদদাতা।।
কিশোরগঞ্জে গুরুদয়াল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি তানভীরুল ইসলামসহ ছাত্রশিবিরের তিন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক অন্য দু’জন হচ্ছেন, ছাত্রশিবির কর্মী মো. জোবায়ের হোসেন ও আবু দারদা। শনিবার ১১ মার্চ ভোর রাতে জেলা শহরের হয়বতনগর এলাকার বিএডিসি অফিস সংলগ্ন একটি ছাত্রাবাস থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় ওই তিন নেতা ঘুমন্ত অবস্থায় ছিলেন। আটক তিন নেতাকর্মীর মধ্যে তানভীরুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকার সিরাজুল ইসলামের ছেলে, মো. জোবায়ের হোসেন কটিয়াদী উপজেলার নোয়াপাড়া এলাকার মেনু মিয়ার ছেলে এবং আবু দারদা তাড়াইল উপজেলার কল্লা গ্রামের আবদুর রশীদের ছেলে।

অভিযানের সময় ছাত্রাবাস থেকে পুলিশ বিভিন্ন বই জব্দ করে। তাদের আটকের পর জেলা গোয়েন্দা পুলিশের এসআই হুমায়ুন কবির বাদী হয়ে তাদের নামে ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আটককৃতরা জনমনে আতঙ্ক সৃষ্টিসহ ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল।

Similar Posts

error: Content is protected !!