মহাস্থান (বগুড়া) থেকে আজিজুল হক বিপুল।।
মাদক যেমন যুব সমাজকে ধ্বংস করছে, তেমনি সন্ত্রাস সামাজিক বিশৃংখলা সৃষ্টি করছে। এসব সামাজিক অপরাধ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করছে। তাই দেশের উন্নয়নের স্বার্থে এবং যুব সমাজকে এর হাত থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। যুব সমাজকে মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে যুব উন্নয়ন সংঘের সকল সদস্যকে নিয়মিত ক্রীড়া চর্চা করার আহব্বান সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ শরিফুল ইসলাম জিন্নাহ।
তিনি গত শুক্রবার ১০ মার্চ রাত সাড়ে ৮টায় বগুড়ার মহাস্থান যুব উন্নয়ন সংঘের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
অত্র সংঘের সভাপতি রাসেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও সাংবাদিক সাইদুর রহমান সাজুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাদা চৌধুরী, উপজেলা যুব সংহতির আহ্বায়ক তরুণ সমাজসেবক হুসাইন শরীফ সঞ্চয় (এমবিএ), সদস্য সচিব শেখ ফজলুল বারী, রায়নগর ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা।
এ সময় উপস্থিত ছিলেন মাস্টার আবুল হোসেন খোকা, আমিনুর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন, আবু বক্কর সিদ্দিক বাদশা মিয়া, মোজাফ্ফর রহমান, দুলাল হোসেন, ফুল মিয়া, গোলাম রব্বানী পুটু, গোকুল ইউপি সদস্য সাজেদুল ইসলাম সুজন, লাহিড়ীপাড়া ইউপি সদস্য আল আমিন, অত্র সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক নুরনবী রহমানসহ উক্ত সংগঠনের অন্য সদস্যবৃন্দ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের আগে প্রতিষ্ঠাবার্ষিকীর এক আনন্দ র্যালী বন্দরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।