আমাদের নিকলী ডেস্ক ।।
রিকশায় চড়ে মিঠামইন উপজেলা সদরের বাজার ঘুরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার ১২ মার্চ দুপুর দেড়টার দিকে তিনি বাজার ও বাজারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
দুপুর ১২টা ২০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি মিঠামইন হেলিপ্যাডে অবতরণ করে। এরপর মিঠামইন জেলা পরিষদ ডাকবাংলোর সামনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়া হয়।
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মো. আবদুল হাই, রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের অধ্যক্ষ আবদুল হকসহ সরকারের ঊধ্বর্তন কর্মকর্তারা এ সময় রাষ্ট্রপতির সাথে ছিলেন।
এর আগে, মায়ের নামে প্রতিষ্ঠিত তমিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলা ভবন উদ্বোধন করেন রাষ্ট্রপতি।
সূত্র : রিকশায় চড়ে বাজার ঘুরলেন রাষ্ট্রপতি (বাংলানিউজ২৪)