রিকশায় ঘুরে বেড়ালেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

আমাদের নিকলী ডেস্ক ।।

রিকশায় চড়ে মিঠামইন উপজেলা সদরের বাজার ঘুরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার ১২ মার্চ দুপুর দেড়টার দিকে তিনি বাজার ও বাজারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

দুপুর ১২টা ২০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি মিঠামইন হেলিপ্যাডে অবতরণ করে। এরপর মিঠামইন জেলা পরিষদ ডাকবাংলোর সামনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়া হয়।

president-abdul-hamid12-3

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মো. আবদুল হাই, রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের অধ্যক্ষ আবদুল হকসহ সরকারের ঊধ্বর্তন কর্মকর্তারা এ সময় রাষ্ট্রপতির সাথে ছিলেন।

এর আগে, মায়ের নামে প্রতিষ্ঠিত তমিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলা ভবন উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

 

সূত্র : রিকশায় চড়ে বাজার ঘুরলেন রাষ্ট্রপতি (বাংলানিউজ২৪)

Similar Posts

error: Content is protected !!