খালিয়াজুরী ২১টি প্রকল্পের উদ্বোধন ও জনপ্রতিনিধিদের সংবর্ধনা

খালিয়াজুরী (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলার হাওরদ্বীপ খালিয়াজুরী উপজেলায় রোববার ২১টি প্রকল্পের শুভ উদ্বোধন ও ১৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন নেত্রকোণা-০৪ আসনের সংসদ রেবেকা মমিন। তিনি উপজেলার বিভিন্ন স্থানে প্রকল্পগুলো উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

পরে তিনি খালিয়াজুরী কলেজ চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সংসদ সদস্যসহ নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান ও কয়েকজন সদস্যকে সংবর্ধনা প্রদান করেছে খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগ, খালিয়াজুরী প্রেসক্লাব, খালিয়াজুরী কলেজ, খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় ও কুমেদ আলী ইসলামীয়া এতিমখানা।

Khaliajuri-meeting

সংবর্ধিতরা হলেন : নেত্রকোণা-০৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা পরিষদ সদস্য হান্নান রতন, সৈয়দ বজলুর রশিদ, বেগম হালিমা, আয়শা আক্তার ও গোলাম আবু ইছহাক। খালিয়াজুরী আওয়ামীলীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আবু ইছহাক, সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!