আমাদের নিকলী ডেস্ক ।।
ভোট কেনা-বেচার সংস্কৃতি বন্ধ হলে দেশ অনেক এগিয়ে যাবে এবং সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার ১২ মার্চ সন্ধ্যা ৬টার দিকে মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, জনপ্রতিনিধিদের ভোট কিনে জনসেবা করার প্রয়োজন নেই। যদি মন্ত্রীরা দুর্নীতি না করে তাহলে ওই মন্ত্রণালয়ের কর্মকর্তারাও দুর্নীতি করার সাহস পাবে না।
এ সময় জনপ্রতিনিধিদের জনগণের বন্ধু হয়ে কাজ করার আহবান জানান তিনি।
সূত্র : ভোট কেনা-বেচার সংস্কৃতি বন্ধ হলে এগিয়ে যাবে দেশ (বাংলানিউজ২৪)