নিকলীতে কিশোর চালককে সাজা দিলো ভ্রাম্যমান আদালত

নিজস্ব প্রতিনিধি ।।

নিকলীতে সোমবার ১৩ মার্চ নূরুজ্জামান (১৬) নামে এক কিশোর চালককে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন মাহমুদ। নূরুজ্জামান নিকলী উপজেলা সদরের কুর্শা মাইজহাটি গ্রামের মো. রমজান আলীর ছেলে ও লরি ট্রাক চালক।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকালে নিকলী উপজেলার প্রধান সড়ক দিয়ে একটি লরি ট্রাক মটরযান চালনার নিয়ম বহির্ভূতভাবে চালিয়ে যাচ্ছিলো। প্রশাসনের লোকজনের বিষয়টি নজরে আসলে লরিটিকে আটক করা হয়।

এ সময় লরিটির কিশোর চালক নূরুজ্জামানের কাছে লাইসেন্স চাওয়া হলে সে মটরযান চালনার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

ভ্রাম্যমান আদালতে তাকে হাজির করা হলে নূরুজ্জামানকে মটরযান আইনের ১৩৮ নং ধারায় ৫শ’ টাকা জরিমানা করেন আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন মাহমুদ। একই দিন বিকাল ৫টায় জরিমানার টাকা নগদে পরিশোধ করে নূরুজ্জামান মুক্তি লাভ করে।

Similar Posts

error: Content is protected !!