খালিয়াজুরীতে মাটি চাপায় নারীর মৃত্যু

খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা।।

বসত ঘরের ভিটে মেরামতের জন্য মাটি কাটতে গিয়ে মঙ্গলবার ১৪ মার্চ দুপুরে মাটির নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম সবিতা আক্তার (৩০)।

নিহত সবিতা আক্তার খালিয়াজুরী উপজেলা সদরের ছোটহাটি গ্রামের অনির মিয়ার স্ত্রী।
maticapa-khaliajuri
জানা গেছে, মঙ্গলবার দুপুরে সবিতা আক্তার বসত ভিটা মেরামতের জন্য স্থানীয় মরা নদীতে মাটি কাটতে যান। নদীর পাড়ের সুড়ঙ্গ থেকে মাটি কাটার সময় হঠাৎ ওপরের মাটি ধসে পড়লে তিনি মাটিতে চাপা পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

Similar Posts

error: Content is protected !!