সন্ত্রাসী হামলায় হাসপাতালে কাতরাচ্ছেন বাজিতপুরের মুক্তিযোদ্ধা বিল্লাল

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সন্ত্রাসী হামলায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন বিল্লাল মিয়া নামের একজন একাত্তরের রণাঙ্গণের মুক্তিযোদ্ধা। ১৩ মার্চ সোমবার সন্ধ্যায় উপজেলার মধ্য ভাগলপুর গ্রামের নিজ বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। এসময় সন্ত্রাসীরা রড দিয়ে আঘাত করে মুক্তিযোদ্ধা বিল্লালের হাত-পা ভেঙ্গে দেয়। তিনি বর্তমানে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে ৭নং ওয়ার্ডের ১নং বেডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের কাছে মুক্তিযোদ্ধা বিল্লালের বর্তমান অবস্থা জানতে চাইলে তারা জানান, আহত মুক্তিযোদ্ধার অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসা না পেলে তার বাকি জীবনটা পঙ্গুত্ব নিয়ে দুঃসহ যন্ত্রণায় পার করতে হবে।

F-fighter-billal

সন্ত্রাসী হামলা সম্পর্কে স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ সোমবার সন্ধ্যায় প্রভাবশালী একজনের নির্দেশে তার লোকজন মুক্তিযোদ্ধা বিল্লালের নিজ বাড়ি পূর্ব ভাগলপুরে হামলা চালায়। ঘটনার সময় বাড়িতে তিনি একা অবস্থান করছিলেন।

বাজিতপুরের এ রণাঙ্গণের যোদ্ধার ওপর হামলার ঘটনায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আসাদ উল্লাহ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলামসহ জনসাধারণ তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শামা মোহাম্মদ ইকবাল হায়াত জানান, ঘটনার ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শিগগিরই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Similar Posts

error: Content is protected !!