মোহাম্মদ আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।
কিশোরগঞ্জের বাজিতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ শুক্রবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেট কাটা, র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এরই ধারাবাহিকতায় সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা তসলিমা নূর হোসেনের সভাপতিত্বে কেক কাটা, র্যালি ও আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধাগণ ছাড়াও সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।