মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উদযাপনের লক্ষে নিকলী উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শনিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু।
সভায় ঘোষিত স্বাধীনতা দিবসের কর্মসূচিতে উল্লেখ করা হয়, রাত ১২টা ৯ মিনিটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মানে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় র্যালি এবং ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক, সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির জিলানসহ কমিটির সম্পাদকণ্ডলী।
এছাড়াও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় কিশোরগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলের কারা মুক্তির দাবি জানান উপস্থিত নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি