খালিয়াজুরীতে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান

খালিয়াজুরী (নেত্রকোণা) প্রতিনিধি।।

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় সারা দেশের মতো ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের (ষষ্ঠ থেকে দ্বাদশ) শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৭ সোমবার ২০ মার্চ অনুষ্ঠিত হয়েছে। সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনে।

ষষ্ঠ থেকে অষ্টম, নবম থেকে দশম ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর ৩টি ভাবে ৪টি বিষয়ের মধ্যে প্রতিযোগিতা হয়। এগুলো হচ্ছে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ।

প্রতিযোগিতার প্রতি ধাপে ৩জন করে ১২জন বিজয়ীকে এক হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ।

Similar Posts

error: Content is protected !!