নিজস্ব সংবাদদাতা ।।
কিশোরগঞ্জ জেলার মিঠামইনে সোমবার ২০ মার্চ পপি-রিকল এর প্রকল্প সমাপনী অভিজ্ঞতা ও শিখণ বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আহমেদ পলির পক্ষে সহকারী কমিশনার (ভূমি) এএসএম কাশেম, উপজেলা লাইভ স্টক অফিসার ডাঃ ওয়াহেদুর রহমান, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদ সচিব, ইউপি সদস্য অরুনা বেগম, ইউপি সদস্য লুৎফর রহমান লিটন, সিবিও পর্যায়ের নারী আড্ডা দলের সদস্য, নারী ওয়াশ দলের সদস্য, সিবিও কার্যকরী কমিটির সদস্য, শিশু দলের সদস্য ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কর্মশালার শুরুতেই পপি-রিকল প্রকল্পের দীর্ঘ ৭ বছরের কাজের বিভিন্ন চিত্র প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মোশারফ হোসেন খাঁন। বিগত ৭ বছরে যে সকল কার্যক্রম সিবিও পর্যায়ে বাস্তবায়ন করা হয়েছে তার সফলতা, ব্যর্থতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।
উপকারভোগী সিবিও সদস্যগণ বিশেষ করে নারী আড্ডা দলের সদস্য, নারী ওয়াশ দলের সদস্য, সিবিও কার্যকরী কমিটির সদস্য, শিশু দলের সদস্যগণ তাদের জীবনের এবং তাদের এলাকার ইতিবাচক পরিবর্তনের কথা শোনান। পপি-রিকল প্রকল্পের অবর্তমানে যাতে করে সিবিও-এর উন্নয়ন কার্যক্রম স্থবির না হয়ে যায় তার জন্য সরকারি সেবাদানকারী দপ্তরগুলোর পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, রিকল প্রকল্পের সাথে উপজেলা প্রশাসন সকল সময় সহযোগিতা করে আসছে ভবিষ্যতেও আমরা তাদের সাথে কাজ করতে আগ্রহী। সিবিও সদস্যদের যে কোন সহযোগিতা আমরা উপজেলা প্রশাসন থেকে করতে চেষ্টা করব। রিকল প্রকল্প যাতে করে আবার মিঠামইন উপজেলায় কাজ করে তার জন্য প্রকল্প সমন্বয়কারীকে অনুরোধ করেন। তিনি আরো বলেন, রিকল প্রকল্প যে কাজ করেছে তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং এ কাজে তিনি সরকারি সেবা প্রদানের আশ্বাস দেন।
উপজেলা লাইভস্টক অফিসার বলেন, সিবিও সদস্যদের যে কোন সমস্যা ও পরামর্শের জন্য আমরা চেষ্টা করব। পপি-রিকল যে সুযোগ তৈরি করে দিয়ে গেছে প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য তা সবাই মিলে ধরে রাখতে হবে। আমরা চাই পপি-রিকল প্রকল্প আবার এই এলাকায় কাজ করুক। তাদের আরো সহযোগিতার প্রয়োজন আছে এলাকার মানুষের।
সদর ইউনিয়ন সচিব বলেন, রিকল প্রকল্প অনেক উন্নয়নমূলক কাজ করেছে। কিছু কাজে সদস্যা হয়েছে আমরা সকল সদস্যদের সহযোগিতা করবো। ইউপি সদস্য অরুনা বলেন, নারীদের উন্নয়নের জন্য রিকল প্রকল্প অনেক কার্যক্রম করেছে। আমি নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য। আমি নিজেও সিবিওর সদস্য থেকে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আমি আমার এলাকার উন্নয়নের জন্য কাজ করবো। নারীদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করবো। এছাড়াও আরো বক্তব্য রাখেন নারী আড্ডা দলের সদস্য ও শিশু দলের সদস্যগণ।
কর্মশালা পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী মোশারফ হোসেন খাঁন। তাকে সহযোগিতা করেন মিঠামইনের ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ শাহ আলম।