এস সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) ।।
পাকুন্দিয়ায় সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মিজারুল কায়েসের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১ মার্চ দুপুরে নিজ উপজেলা পাকুন্দিয়ার হোসেন্দী উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এতে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে, বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে মিজারুল কায়েসের মরদেহ আনা হয়। এ সময় তাকে শেষবারের মতো দেখতে এলাকার হাজারো মানুষ ছুটে আসেন। মিজারুল কায়েসের বড়ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমরুল কায়েস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব হুমায়ূন কবীর এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ মার্চ মারা যান মিজারুল কায়েস। ঢাকার বনানী কবরস্থানে তার মা বাবার কবরে তাকে সমাহিত করা হবে বলে জানা গেছে।