৪৪তম শীতকালীন আন্তঃস্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা নিকলী খেলার মাঠে অনুষ্ঠিত হয়। অ্যাতলেটিক, ক্রিকেট, ভবিবল, ব্যাডমিন্টন খেলায় নিকলী উপজেলার স্কুল-মাদ্রাসার প্রতিযোগীরা অংশগ্রহণ করে। ২৩শে ডিসেম্বর থেকে ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়ে শেষ পর্বে আজ বৃহস্পতিবার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান হাবিব, সহকারী মাধ্যমিক অফিসার শাহজাহান সিরাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রমুখ। সার্বিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন নিকলী জিসি পাইলট স্কুলের সহকারী প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ।