নিজস্ব প্রতিনিধি ।।
নিকলী উপজেলায় তুমুল শিলাবৃষ্টি, সেই সাথে কালবৈশাখী ঘূর্ণিঝড়ে শত শত গাছপালা ও ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ২৫ মার্চ শনিবার সকাল পৌনে নয়টায় অন্ধকার রূপ ধারণ করে এ ঝড় তুফান শুরু হয়। প্রায় ৩০ মিনিটব্যাপী স্থায়ী ছিল ঝড়ো বাতাসসহ শিলাবৃষ্টি।
উপজেলার নিকলী সদর ইউনিয়নের কুর্শা গ্রামে একাধিক ঘর ও বড় বড় গাছ ভেঙ্গে গেছে। জারুইতলা ইউনিয়নের ধারিশ্বর গ্রামের মহিউদ্দিন খান জানান, সকালের ঘুর্নিঝড়ে ধারিশ্বর ও আশপাশ গ্রামে অনেক গাছ ও ঘরবাড়ি ভেঙ্গে গেছে।
গুরুই, ছাতিরচর, দামপাড়া, কারপাশা, সিংপুরেও সকালে ঘুর্নিঝড়ের তাণ্ডবে গাছপালা, ফসলের জমিসহ একাধিক ঘরবাড়ি ভেঙ্গে যাওয়ার খবর পাওয়া গেছে।
ঘুর্নিঝড়ের প্রচণ্ড থাবায় হাওরের বোরো ফসলের জমিও ব্যাপক ক্ষতি হয়। জানা যায়, ঝড় থেমে গেলেও রাস্তার ওপর বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ে থাকায় নিকলীর মানুষের যাতায়াতে সমস্যার সম্মুখীন হন।