নিজস্ব প্রতিনিধি ।।
নিকলী জিসি পাইলট মডেল স্কুলে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৫ মার্চ শনিবার সকাল ১১টায় স্কুলের হলরুমে শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের শুরু হয়।
স্কুলের প্রধান শিক্ষক কারার আবদুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক অজিত কুমার দাস, আবদুল্লাহ আল মহসিন, ৯ম শ্রেণীর ছাত্র তানজিম হাসান ইশিন, ৮ম শ্রেণীর ছাত্র সামেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনা করেন স্কুলের অফিস সহকারী রুবেল মাহমুদ।