ভুলে ভরা শ্রদ্ধাঞ্জলি, দায়ভার কার?

খালিয়াজুরী (নেত্রকোণা) প্রতিনিধি।।

দেশজুড়ে পালিত হচ্ছে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। নেত্রকোণার খালিয়াজুরীতেও শহীদদের স্মরণে চলছে নানা আয়োজন।

প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শুরু হয় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথে জনারণ্যে ভরে ওঠে শহীদ বেদী। বরাবরের মতো এ বছরও শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থা আসে শ্রদ্ধাঞ্জলি জানাতে।

এই শ্রদ্ধাঞ্জলিতে দেখা মিলে বৈচিত্র্যময় বানানের। যার অনেকগুলোতেই বানান নীতির কোনো বালাই ছিল না।

খালিয়াজুরী জাতীয়তাবাদী দল (বিএনপি) লিখেছে শ্রদ্ধাঞ্জলী বিএনপি অজ্ঞ সংগঠন, খালিয়াজুরী থানা লিখেছে শ্রদ্ধালঞ্জী খালিয়াজুরী থানা বাংলাদেশ পুলিশ, খালিয়াজুরী কলেজ লিখেছে ২৬ মার্চ স্বাধীনতা দিবস।

আবার কোথাও লেখা ছিল শ্রদ্ধাঞ্জলী আবার কোথাও শ্রদ্ধাঞ্জলি। আদৌ তাদের শ্রদ্ধাঞ্জলি দেয়া হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

খালিয়াজুরী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ চাঁন মিয়া চৌধুরী বলেন, অনেক রক্তের বিনিময়ে পেয়েছি এই স্বাধীনতা। এই ক্রটিপূর্ণ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা এগোতে পারবো না। সে ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি।

Similar Posts

error: Content is protected !!