আমাদের নিকলী ডটকম সম্পাদকের জন্মদিন পালিত

আজমল হোসেন, নিজস্ব প্রতিনিধি ।।

২৫ মার্চ ছিল আমাদের নিকলী ডটকম সম্পাদক খায়রুল আলম বাদল-এর ৪৪তম জন্মদিন। কর্মমুখী এই গুণী শিল্পীর দিনটি বরাবরের মতোই ব্যস্ততার মাঝে কেটেছে। পেশাগত জীবনে তিনি এখন কিশোরগঞ্জ জেলা সদরে অবস্থিত একটি পার্কে ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।

নিজের জন্মদিনটিতে বিশেষ অনুষ্ঠান আয়োজনে তেমন আগ্রহী নন তিনি। তার মতে, প্রতিদিনই অনুষ্ঠানের মাঝেই বেঁচে থাকেন। তার তত্ত্বাবধানে রঙিন হওয়া নেহাল গ্রিন পার্কে প্রতিদিন হাজারো মানুষের আনন্দমাখা মুখগুলোই তাকে সুখ দিয়ে যায়। এজন্য আলাদা করে কোনো আয়োজনের প্রয়োজন তিনি বোধ করেন না।

একেবারে সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত বাদল ভাই স্বপ্ন দেখেন একটি সুন্দর পৃথিবীর। যেখানে প্রতিটি জীবন হবে রঙিন। পরস্পর সৌহার্দ্য বজায় থাকবে।

রাত তখন ৯টা পার হয়েছে। কর্মব্যস্ত দিনশেষে বরাবরের মতো তিনি কাজ গুছিয়ে নিচ্ছিলেন। হঠাৎ করেই বাদল ভাইয়ের অফিসে হাজির হলো আমাদের নিকলী ডটকম-এর মিনি টিম। সাথে একটি কেক। বলা যায়, আনুষ্ঠানিকভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানো। তিনি সবাইকে ধন্যবাদ জানালেন এমন সারপ্রাইজ দেয়ার জন্য।

নিজ হাতে সাজানো পার্কের পানির রাজ্যে বাদল ভাই ঘুরে বেড়াচ্ছেন

সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমল হোসেন, রাইসুল ইসলাম, জগদীশ সূত্রধর, এ কে এম আজহারুল ইসলাম, রাউফুল এবং নেহাল গ্রিন পার্কের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। কেক কাটা শেষে আমাদের নিকলী ডটকম সম্পাদক খায়রুল আলম বাদল উপস্থিত সবাইকে স্বরচিত কয়েকটি গান গেয়ে শোনান।

Similar Posts

error: Content is protected !!