নিকলীতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি ।।

বর্ণাঢ্য আয়োজনে নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহিদ মিনারে মোমবাতি প্রজ্জলন ও পুস্পস্তবক অর্পণ করা হয়। উপজেলার সকল সরকারি-বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে ভোরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিকলী জিসি পাইলট স্কুল মাঠে শারীরিক কসরত ও মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন।

নবনির্মিত কমিউনিটি সেন্টার কাম অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।


নিকলী স্টেডিয়ামে খেলাধুলা ও ধর্মীয় প্রতিষ্ঠানে শহিদ স্মরণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ পর্যবেক্ষণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নাসিরউদ্দিন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসহাক ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড সভাপতি আবু বকর সিদ্দিক ও সরকারি কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

এ বি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের প্যারেড

নিকলী সদর পল্লী চিকিৎসক সমিতির র‌্যালি

Similar Posts

error: Content is protected !!