দামপাড়া ইউনিয়নে চলতি অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলী উপজেলাধীন ২নং দামপাড়া ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের উন্মুক্ত জন অংশগ্রহণমূলক বাজেট সভা ২৮ মার্চ মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ। আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ সোহেল, আওয়ামীলীগ দামপাড়া ইউনিয়ন শাখা সভাপতি আলহাজ্ব আলী আকবর। এ সময় আরো উপস্থিত ছিলেন নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী প্রমুখ।

সভাপতিত্ব করেন দামপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দামপাড়া ইউনিয়ন পরিষদ সচিব মোঃ ছফির উদ্দিন, অফিসিয়াল তথ্য সংগ্রাহকের দায়িত্বে ছিলেন ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা মুহাম্মদ আতাউর রহমান।

সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল পরিমাণ জনগণ অংশ্রগহণ করেন ও আগামী অর্থবছরের বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

Similar Posts

error: Content is protected !!